তুফান আইছে , তুফান । যেন দুনিয়াটারে ছারখার করইরা ফালাইবো। টনকে টন জল ঢাইলা দিছে আল্লাহ্।
দুনিয়ার তুফান শুরু হইছে, ক্ষয়ক্ষতি করবো, আবার থাইমাও যাইবোগা, মানুষও ক্ষয়ক্ষতি পোষাই নিবো কিন্তু আমার দিলের মধ্যে যে তুফান উঠছে আর তার ঘুর্নি বাতাস যে দিলের ভিতর সব ওলট-পালট কইরা দিতাছে সেই তুফান কবে থামবো ? আর কেমনেই বা থামবো ?
আার যদি থাইমাই যায়, তাইলে এইযে দিলের ওলট-পালট হওয়া ছিন্ন ভিন্ন টুকরা গুলা জোড়া দিবো কিডা, কোন কারিগর ?
আবার হাইসা নিজেই নিজেরে কই,
এই জিনিস একবার উথাল-পাথাল, ছিন্ন-বিচ্ছন্ন, টুকরা-টুকরা হইলে কি আর জোড়া লয়রে পাগলা ? জোড়া লয় না। তার চেয়ে থাকনা ভাঙ্গা, ভাইঙ্গা ছড়াইয়া ছিটাইয়া থাক দিল দরিয়ার ধারে, সেইখানে কালের স্রোত বয় ! সেই স্রোতের বাড়িতে ঠুকাঠুকি লাগতে লাগতে বালির মতো কুচি কুচি হইয়া যাইবো, রোইদ পড়লে চিক চিক করবো...
0 মন্তব্যসমূহ