অন্ধকার মস্তিষ্ক

 



 সীমাহীন হতাশাগ্রস্থ অন্ধকারচ্ছন মস্তিষ্ক খাদ্য চায়.

যেন দুর্যোগ পূর্ণ আবহওয়ায় দূর্বার গতিতে ছুটে চলা হেডলাইট বিহীন ট্রেনের চালক আমি, বজ্রপাতের আলোর ঝলকানিতে দেখা যাচ্ছে লাইনের পাশে দাড়িয়ে রেলে কাটা পড়া ক্ষত-বিক্ষত বিভৎস লাশ গুলো দাড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে । এই নগরীতে কেউ নেই, সবাই দূর্যোগের পূর্বাভাস শুনে পালিয়েছে বহুদূরের নিরাপদ আশ্রয়ে । কিন্তু আমি এই অন্ধকারআচ্ছন্ন হেডলাইট বিহীন ট্রেন নিয়ে প্রচন্ডগতিতে কেবল ছুটে চলেছি, জানিনা শেষ কোথায় ! লাশ গুলো হাত নেড়ে ইশারা করছে আর আমি ছুটছি নতুন স্বর্নালী ভোরের আশায়, জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায়, হয়তো তা কেবলই মনের ভ্রম….



WRITTEN BY TANYMBARAKAH
AUGUST 7, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ