নেশাগ্রস্থ অন্ধকার ভারী মস্তিষ্কের নিজস্ব একটা অ্যাটমোস্ফিয়ার আছে, সে atmosphere পৃথিবীর মতো নীল রঙের নয়। তা যেন তরল অন্ধকারের মতো কালো,
তবে সেখানে আলোর অস্তিত্ব আছে। এখানে ছুটে বেড়ায় অক্ষ হারিয়ে ফেলা প্রচন্ড গতিশীল ইলেকট্রন, যা বন্ধ চোখের পাতার তলের তরল ঘন অন্ধকারে অগণিত তারার ন্যায় দেখা দেয়।
আবার কখনো মনে হয় কোন গ্রামীন আত্মীয়ের বাড়িতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখা সহস্র জোনাকি পোকা। এ যেন এক অদ্ভুত মায়াবী নীলচে স্বপ্ন…
WRITTEN BY TANYMBARAKAH
AUGUST 4, 2021
0 মন্তব্যসমূহ